[metaslider id=5515]
নেপালের উত্তরপূর্বকোণের একটি গ্রাম্য মনস্ট্রিতে একটি ইয়েতির মাথা সংরক্ষিত আছে বলে তারা দাবী করে। তাঁদের দাবী মতে এই মাথাটি যে ইয়েতির তাঁর বয়স নাকি ছিল প্রায় ৩০০ বছরের কাছাকাছি। খুমজুং নামের যে ছোট্ট পাহাড়ি গ্রামটিতে মাথাটি সংরক্ষিত আচ্ছে, সেখানের মানুষজন এটিকে তাঁদের সৌভাগ্যের একটী প্রতিক বলে মনে করে। অর্ধ গোলাকার দেখতে অচেনা আর রহস্যময় প্রাণী হিসেবেখ্যাত ইয়েতির মাথাটি স্যার এডমণ্ড হিলারী অবশ্য বিশ্বের বিভিন্ন প্রাণীবিদদের দিয়ে দিয়ে পরীক্ষা করিয়েছিলেন। বলাই বাহুল্য সেইসব পরীক্ষায় এটা যে আসলেই কোন ইয়েতির মাথা সে ব্যাপারে কোন শক্ত প্রমাণ পাওয়া যায়নি।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...