Site icon খিচুড়ি

ও আমায় গল্প শোনাতো

একসময় খুব কথা হতো,
ওর ফ্যাকাশে রঙের গল্প শুনতাম,
ওর নিথর ঊরুর গল্প শুনতাম,
কালোতে মেশানো নীলের গল্প শুনতাম।
খুব জোর করতো,
বৃদ্ধ বটের মতো নুইয়ে যেতাম।
খুব বেপরোয়া গ্রাস করতো আমায়
ওর ছানি পড়া চোখে, রোদ্দুর আসতোনা।
আশির বুড়োর কাঁপুনি দিয়ে,
গল্প শোনাতো।
আমি বাধ্য শ্রোতা হয়েই থাকলাম;
কোথা থেকে যেন রমনার আলো এলো,
ও আবার গল্প শোনায়,
ও নাকি ভেজা সবুজে হলুদ দেখেছে
ও নাকি মেটে রঙ ছুঁতে চায়নি,
ও নাকি অবাক মতন হলুদ দেখেছিলো
আর শেষবারের মতন বলেছিলো;
ও শরীর চায়নি,
হলুদেই হারাতে চেয়েছিলো।
আর আমি,
সে আমার আমি,
বাধ্য শ্রোতাই হয়ে থাকলাম।

আবৃত্তিঃ তানিয়া তুলি মিত্র

Exit mobile version