না জানি কি হয়েছে আমার,
শীতের আভা কাটতে না কাটতেই মনে বইছে বসন্তের শিহরন।
চারিদিকে ঘন কুয়াশা,
তবু আমার মনে কোকিলের কুহু সূর শুনি।
প্রেমের ভাংগা তরিতে আবার নতুন পাল জুড়েছি।
প্রেম সমূদ্রে আবার পাল তুলে যাত্রা শুরু করেছি।
সৃতি পটে ভেসে উঠছে তোমার ছবি,
হারিয়ে যাওয়া মুহুরতের এক একটা রবি।
আমার কান্না বিথুর চোখ দুটি পটে ভাসছেনা।
তোমার জ্বলজ্বল করা চোখ ছাড়া কিছুই মনে আসছেনা।
একি তুমি ই? নাকি অন্য কেউ।
হয়তো ফিরে এসেছো নতুন রুপ নিয়ে।
মৌমাছির গুনগুনে মন বারবার বিচলিত হচ্ছে।
বলো কে তুমি, বলো কে?
ফেলে আসা অতীত নাকি সুদূর ভবিষ্যৎ।
গোলাপের গন্ধ ও পাচ্ছি জেসিকার সুভাস ও পাচ্ছি,
তাল-মাতাল হয়ে ডুবে রয়েছি তোমাতে,
কিন্তু তুমি কে? তোমাকে তো চিনতে পারছিনা।
একটু আগেই যেনো এসে পড়লো বসন্ত,
মুকুলেই ঝরে পড়বেনা তো?
প্রেম সাগরের মাঝ পথে তে যাবে না তো পাল ছিঁড়ে?
ভয় লাগে হারাবার, তবু সাধ জাগে পাবার।
তবে শুরু হোক আবার নতুন বসন্ত।