Site icon খিচুড়ি

প্রিয় সুকন্যা

জানো, আজকাল শহর জুড়ে কালবৈশাখী আসছে
গুম হয়ে থাকছে গোটা শহর!
তোমার বক্ষমাঝে আমি যেমন গুম মেরে থাকি
শুনতে পেলে তুমি, পাতা ডাক পাঠালো
পশ্চিম দিক করে তোমার খোলা চুলের গন্ধ আসছে,
আমার কাছে এসে একটু বসবে?
কালো আকাশ, আমায় ডুবিয়ে দেয়।
আর এই মুহূর্তে,
তুমি ছাড়া আমার ডুবে যাওয়ার মত আর কিছুই নেই।
তোমার গাঢ় কালচে চোখে কাল কালবৈশাখীর শীতলতার স্বাদ নেব।
জানলার কাচে, হাওয়া এসে টোকা মারলে
আরো কাছে এসো তুমি।
তোমার পদ্ম পাপড়ি ঠোঁটে, দুয়েক ফোঁটা মিষ্টি হব আমি।
আকাশ চিড়ে আলো ঝলকালে, খোলা বুক সাজিয়ে রাখব সুকন্যা
তপ্ত শহর জিরোক,
এই অসময়ে কালবৈশাখীর মায়ায়।
তৃষ্ণার্ত পাখিরা গলা ভেজাক শীতল বৃষ্টির ফোঁটায়।
এই অসময়ে আমার কালবৈশাখী হবে তুমি?
একটু কাছে এসে বসো, একটু ভালোবাসো আমায়।
বহু বছর কালবৈশাখী আসেনা আমার শহরে, সুকন্যা
একটু ভালোবাসো আমায়
একটু কাছে এসে বসো।

আর্টওয়ার্ক – অঞ্জন কুমার রায়

Exit mobile version