সারাদিন গবেষণাগারে বসে থেকে হরেক রকম রাসায়নিক তরল পদার্থ এক শিশি
থেকে আরেক শিশিতে বা টেস্ট টিউবে ঢালা ঢালি করলেই বিজ্ঞানী হওয়া যায় না।
খুব কাছ থেকে পরিবেশ আর প্রকৃতিকে দেখতে হবে।
বাগানে বসে ফুল গাছ আর লতাপাতা দেখতে পার।
কোন মৌসুমে কোন গাছ আর ফুল হয় ভাল করে খেয়াল কর। লিখে রাখতে পার
নোট বইতে।
পাখীদের দেখ। ওদের জীবন যাপন খেয়াল কর। কত রকম পোকা আর ফ্যাঙ্গাশ হয়
বাগানে ?
সব মৌসুমে কি সব ধরনের পাখী আর ফুল হয় বাগানে ? পিঁপড়ের বাসা আছে তোমার বাগানে ?
কোন কোন গাছের পাতা শীত শুরুর আগেই ঝরে যায় ?
কোট গাছের পাতা সবার আগে রঙ বদলায় ?
বাগানে কোন পাখীর বাসা আছে ? কারা বাসা বানায় ? কি দিয়ে বাসা বানায় ?
সবচেয়ে পুরানো গাছ কোনটা তোমার শহরে ?
কি গাছ ওটা ? কেমন আছে গাছটা ?
ফসল কাঁটার পর ক্ষেতের পোকা কি শহরে চলে আসে ?
কোন পুকুর আছে তোমার শহরে ?
প্রকৃতিকে দেখার চোখ থাকতে হবে তোমার।
প্রকৃতির কাছা কাছি থাকলেই ইকোসিস্টেম, জলবায়ু, বুনো প্রানী আর গাছপালা সম্পকে
জানতে পারবে।
বিজ্ঞানী হতে চাইলে…
Loading books...