রহস্য আবৃত মাউন্ট এভারেস্ট

যুগ যুগ ধরে হাজারো রহস্যের জাল নিজেকে জড়িয়ে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। লোকমুখে হাজারো কথা, উপকথা আর গল্পের বুননে ক্রমশ মানুষের কৌতূহল বেড়েছে এই শৃঙ্গ নিয়ে। তীব্র অহংকারে বুক টান করে দাঁড়িয়ে থাকা এই মাউন্ট এভারেস্ট এর দর্প ক্ষুণ্ণ করে নিজেদের পদ রেখা এঁকে দিয়েছে মানুষ, সে বহু বছর আগেই। কিন্তু তারপরেও কমেনি কৌতূহল। বরং বেড়েছে। তো চলুন আজকে আমরা জানা অজানার এই পর্বে এই রহস্যময় পর্বত মাউন্ট এভারেস্ট সম্পর্কে কিছু তথ্য জেনে নেই।

এই পর্যন্ত প্রায় ৫০০০ মানুষ মাউন্ট এভারেস্ট জয় করার সৌভাগ্য অর্জন করেছে। এদের মধ্যে ১৩ বছর বয়সী বাচ্চা থেকে দৃষ্টি প্রতিবন্ধি এমনকি ৭৫ বছর বয়সী বৃদ্ধ মানুষও আছে।

মাউন্ট এভারেস্ট জয় করার খরচটাও কিন্তু বেশ। গড়ে প্রায় ৬৫০০০ মার্কিন ডলার খরচ হয় এই মাউন্ট এভারেস্টের পর্বত আরোহীদের।

এভারেস্টের চূড়ায় পানি গরম করতে আপনার প্রায় ৭১°C  তাপ দরকার হবে।

প্রতি বছর এভারেস্ট প্রায় ০.১৫৭৬ ইঞ্চি করে বৃদ্ধি পায়।

মাউন্ট এভারেস্টের চুড়া থেকেও আপনি দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

২০০৫ সালে এক নেপালি দম্পতি মাউন্ট এভারেস্টের চূড়াতে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন।

১৯৭৪ সালের পর থেকে ২০১৫ নাগাদ আর কেউই সফলভাবে মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করতে পারেননি।

মাউন্ড এভারেস্টের আদি নাম মূলত ছিল “Chomolungma”, যার অর্থ পর্বতের দেবী মা।