Site icon খিচুড়ি

আমদানীকৃত কৌতুক – বিষয় আদালত

যখনই কোনকিছুর  সংকট হয়, অমনি আমাদের যে কাজটি করতে হয় তা হচ্ছে আমদানি। সাম্প্রতিককালে পেঁয়াজ সংকটের দরুন কথাটি আজকাল আমাদের বেশ পরিচিতও। সুতরাং বুঝতেই পারছেন, আমরাও লেখা সংকটে পড়ে গিয়েছি। তাই বাধ্য হয়ে হাত পাতলাম বিশ্ব-সাহিত্যের কাছে। তাদের অমূল্য ভান্ডার থেকে সংগ্রহ করে, সেটাকে বাংলায় অনুবাদ করে তুলে ধরলাম আপনাদের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে কৌতুকগুলো। শীতের সময় হেসে হেসে কিছুটা গা-গরম করে নিতে পারবেন।


আইনজীবী: তা আপনার প্রথম বিয়ে ভেঙ্গে গিয়েছিল কিভাবে?
সাক্ষী:  মৃত্যুতে…

আইনজীবী: কে মারা গিয়েছিল, আপনি না আপনার স্ত্রী?

সাক্ষী: অনুমান করে নিন।

 

আইনজীবী:  আপনাকে যা জিজ্ঞেস করা হবে সবগুলোর উত্তর অবশ্যই মুখে বলবেন। তা আপনি কোন স্কুলে পড়তেন?
সাক্ষী: মুখে…



আইনজীবী: ময়না তদন্ত করার আগে আপনি লাশের পালস চেক করেছিলেন? 
সাক্ষী: না!
আইনজীবী: ব্লাড প্রেসার চেক করেছিলেন?
সাক্ষী: না।
আইনজীবী: তার শ্বাস প্রশ্বাস চেক করেছিলেন?
সাক্ষী: নাহ…
আইনজীবী: ওকে, তাহলে কি এটা হতে পারে যে আপনি ময়না তদন্ত করার সময় তার জীবিত থাকার সম্ভাবনা ছিল?
সাক্ষী: না।
আইনজীবী: আপনি কিভাবে এতো নিশ্চিত?
সাক্ষী: কারণ তার মগজ আমার টেবিলের উপর একটা বোতলের মধ্যে ছিল!
আইনজীবী: ওহ! কিন্তু তারপরেও তো রোগীর বেঁচে থাকার একটা সম্ভাবনা থাকে, তাই নয় কি?
সাক্ষী: হ্যা হতে পারে যে, সে এখন জীবিত আছে এবং কোর্টে আমাকে জিজ্ঞাসবাদ করছে!





আইনজীবী: ম্যাস্টেনিয়া গ্র্যাভিস কি আপনার পুরো স্মৃতিশক্তিতেই ছড়িয়ে পড়েছে?
সাক্ষী: হ্যা!
আইনজীবী: এর কারণে আপনার ঠিক কি সমস্যা হয়েছে?
সাক্ষী: আমি সবকিছু ভুলে গেছি..
আইনজীবী: আচ্ছা, ভুলে গেছেন! ঠিক কি কি জিনিস ভুলে গেছেন তার কোন উদাহরণ দিতে পারবেন?




আইনজীবী: আপনার যে  ছেলে আপনার সাথে থাকে তার বয়স কত হবে?

সাক্ষী: ৩৫ কি ৩৮ বছর হবে, আমি ঠিকভাবে বলতে পারছিনা! 

আইনজীবী: তা সে কতবছর ধরে আপনার সাথে থাকে?
সাক্ষী: ৪৫ বছর!



আইনজীবী: আপনার জন্মতারিখ বলুন!
সাক্ষী: জুলাইয়ের ১৮ তারিখ
আইনজীবী: কোন বছর?
সাক্ষী: প্রতি বছরেই হয়!
  


আইনজীবী: আপনার ২০ বছরের ছোট ছেলের বয়স কত?
সাক্ষী: ২০ বছর, আপনার আইকিউঁ এর সমান!


আইনজীবী:  হত্যাচেষ্টার বিচারে আসামীকে মৃত্যুদন্ড থেকে বাচানোর কোন উপায় রয়েছে?
সাক্ষী: হ্যা আছে। যাকে হত্যার চেষ্টা করা হয়েছে তার বেঁচে থাকা! 


আইনজীবী: আপনি চলে যাবার আগ পর্যন্ত সেখানে অবস্থান করছিলেন, এটা কি সত্য?


আইনজীবী: আপনি কখনও লোকটির সাথে নিউইয়র্কে রাত্রি যাপন করেছেন?
সাক্ষী: আমি এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছিনা।
আইনজীবী:  আপনি কখনও লোকটির সাথে শিকাগোতে রাত্রি যাপন করেছেন?
সাক্ষী: আমি এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছিনা।
আইনজীবী:  আপনি কখনও লোকটির সাথে মিয়ামিতে রাত্রি যাপন করেছেন?
সাক্ষী: না। কখনই না।

আইনজীবী: তার তিনজন সন্তান, ঠিক?
সাক্ষী: হ্যা!
আইনজীবী: তাদের মধ্যে কজন ছেলে?
সাক্ষী: কেউনা!
আইনজীবী:  আচ্ছা, তাহলে মেয়ে কজন? 

Exit mobile version