- প্রাচীন কালে উত্তর ইজিপ্টের রাজধানী শহর ছিল মেম্ফিস
- যে মিশর/ইজিপ্ট বললে আমাদের চোখে পিরামিডের ছবি ভেসে উঠে তার অধিকাংশই এই মেম্ফিস শহরের সুবর্ণ সময়ে নির্মিত।
- প্রচলিত কথা অনুযায়ী ধারনা করা হয় প্রায় খ্রিষ্টপূর্ব ৩০০০ সনে ফারাও রাজা মিনিস এই শহরটির পত্তন করেন।
- প্রাচীন নীলনদের অববাহিকায় অবস্থিত শহরটি ক্রমেই অনেক সমৃদ্ধ হয়ে উঠতে থাকে।
- একসময় প্রাচীন ইজিপ্টের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, ধর্ম এবং বানিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠে এই শহর।
- এই সমৃদ্ধির ধারা চলতে থাকে রোমানরা এই শহরটি অধিকার করে নেওয়া আগ পর্যন্ত।
- রোমানদের অধিকারে আসার পরে ধীরে ধীরে স্তিমিত হতে থাকে মেম্ফিস।
- এরপর আরো একাধিক যুদ্ধ বিগ্রহের কবলে পড়ে এক সময় পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় এই শহরটি।
- মেম্ফিস বিলুপ্ত হয়ে গেলেও নিজের অস্তিত্য জানানোর জন্য কালের বুকে রেখে যায় এক অনন্য কীর্তি পিরামিড যেগুলো নির্মাণের ইতিহাস আজও প্রায় অজ্ঞাতই বলা চলে।
- লক্ষ লক্ষ লোক প্রতিবছর মিশরে শুধুমাত্র এই অনন্য কীর্তি দেখা জন্যই যায়।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...