রহস্য নগরী এল ডোরাডো

[metaslider id=”5555″]

সময়কাল ১৫৩১। স্প্যানিশের একজন অভিযাত্রিক, জুয়ান মারটিনেজ তখন মৃত্যু শয্যায় শায়িত। একদম মৃত্যুর প্রাক্কালে তিনি একটি অদ্ভুত তথ্য প্রকাশ করেন। তিনি বলেন একটি অদ্ভুত নগরীর কথা,  সাউথ আমেরিকার গভীরে যার অবস্থান। একবার নাকি তিনি জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন, আর সেবারই তিনি প্রথম এই রহস্য নগরীটির সন্ধান পান। তিনি জানান যে শহরটির মানুষ খুবই বন্ধুপরায়ন এবং নিত্যান্তই শান্তি প্রিয়। অন্যান্য বিচ্ছিন্ন জনগোষ্ঠীর মতো  এরা মোটেই হিংস্র না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই বিচ্ছিন্ন শহরটি ছিল সম্পদে পরিপূর্ণ। এতোটাই সম্পদশালী যে তারা পুরো শহরেকেই সোনায় মুড়িয়ে রেখেছিল। অদ্ভুত একটা জলাশয় ছিল এই শহরে, যেটি ছিলো সোনালি পানিতে পরিপূর্ণ। এই হচ্ছে জুয়ান মারটিনেজ এর ভাষায় রহস্যময় নগরই এল ডোরাডোর বর্ণনা, যা পরবর্তীতে অনেক কথা, উপকথা, গল্প এবং আলোচনা সমালোচানার  জন্ম দেয়।