Site icon খিচুড়ি

নর্স মিথলজিঃ এক অতল শূন্যতা থেকে পৃথিবীর সৃষ্টি

শুরুর কথাঃ
একসময় কোথাও কিছুই ছিল নাছিল না পৃথিবীআকাশ পাতাল বা অন্য কোনো জগতের অস্তিত্বছিল  গিনানুগ্যাগাপে নামক এক অতল শূন্যতাতার উত্তরে ছিল আকৃতিবিহীন কুয়াশাঘেরা এক অন্ধকার জগৎ নাম তার নিফেলহাইম আর দক্ষিণে ছিল আগুনের এক দেশ নাম তার মুসপেল এর আগুনে পুড়ে ছারখার হত সবকিছু নিফেলহাইম ছিল বরফের চেয়েও শীতল আর ধসূরআর এখান থেকে প্রবাহিত হতো ১১ টি বিষাক্ত নদীঅন্যদিকে মুসপেলে ছিল অগ্নিস্ফুলিঙ্গ, অপরিসীম তাপ আর গলিত পাথর অঙ্গারের সমারোহগলিত লাভার খেলায় জোতির্ময় ছিল মুসপেলের চারদিক
কালক্রমে  আগুন আর পানির  দেশের মধ্যবর্তী স্থানে  তৈরি হল হিমবাহএই হিমবাহ উত্তরের কুয়াশাচ্ছন্ন বরফ শীতল  এলাকা থেকে পেল শিলাবৃষ্টি আর জমাট বাঁধা কুয়াশাকিন্তু হিমবাহ যখন দক্ষিণের আগুণের স্ফূলিঙের কাছে এলো  তখন এই হিমবাহ শীতল আর শান্ত করে দিল মুসপেলের বাতাসকে

য়িমীর দেবতাদের উত্থান
একসময় আগুনের তাপে গলে যেতে লাগল  হিমবাহবিকাশ ঘটল এক নতুন প্রাণের কিন্তু প্রাণ  না ছিল পুরুষ, না ছিল নারী সে ছিল পুরো বিশ্বের চেয়েও বিশাল এক প্রানী সে ছিল দৈত্যদের আদিপুরুষ য়িমীর শুধু যে য়িমীরের জন্ম হল তা কিন্তু নয়য়িমীরের সাথে সাথে জন্ম হয়েছিল   আধুমলা নামক এক শিঙবিহীন গাইয়েরক্ষুধার জ্বালায় সে অতল সেই শূন্যতায় থাকা বরফ চাটতে শুরু করলআর তার গা বেয়ে নদীর স্রোতের মতো পরতে লাগল দুধআর এই দুধ খেয়েই বড় হয়ে উঠতে লাগল য়িমীর য়িমীর ঘুমাতে খুব ভালবাসতঘুমন্ত অবস্থায় তার বাম হাতের নিচ থেকে জন্ম হল এক পুরুষ এক নারীরআর য়িমীরের পায়ের তলা থেকে জন্ম হল এক মাথাওয়ালা দৈত্যেরআর এদের থেকেই একে একে জন্ম হল সমস্ত দৈত্যের

য়িমীর

বরফ চাটতে থাকা আধুমলার সাথে একদিন ঘটল এক আজব ঘটনাআধুমলার শরীর থেকে একে একে চুল,মাথা আর এক আস্তলোক বেরিয়ে এলএই লোক হল বুরি যে ছিল দেবতাদের পূর্বপুরুষ
বুরি এক দৈত্যকন্যাকে পছন্দ করে বিয়ে করলেন

বুরির প্রথম সন্তানের নাম ছিল বোরবোর আরেক দৈত্য কন্যাকে বিয়ে করলেনএবার জন্ম নিল তিন পুত্র ওডিন, ভিলি এবং ভেএই তিনজন মুসপেলের অগ্নিস্ফুলিঙ্গ এবং নিফেলহাইমের বরফ শীতল আবহাওয়া দেখতে দেখতে যুবক বয়সে উপনীত হলেন

পৃথিবী সৃষ্টিঃ
তিন ভাই ছিলেন অনেক বুদ্ধিমান তারা বেশ ভালভাবেই জানতেন তাদের বর্তমান আবাসস্থল এবং তার দুইপাশের কোথাও জীবন ধারণ সম্ভব নাযদিও গিনানুগ্যাগাপে ছিল বিশাল, এর কোনো শুরু বা শেষ ছিল নাতবুও এই বিশালতায় ছিল শূন্যতাআর তাই তিন ভাই ভাবতে বসলেন কি করা যায়! কোথায় সৃষ্টি করা যায় প্রাণের অস্তিত্ব? আর কিভাবেই বা সৃষ্টি হবে তা?
তিন ভাই আলোচনা করে বুঝতে পারলেন যে  নতুন প্রাণের সৃষ্টির জন্য দৈত্যদের বিনাশ আবশ্যকযেই ভাবা সেই কাজতারা ঝাঁপিয়ে পরলেন ঘুমন্ত য়িমীরের উপরতাদের অতর্কিত আক্রমণের জবাব য়িমীরের কাছে ছিল নাএই ভীষণাকার দৈত্যকে ছুরিকাঘাত করতে থাকলেন তারাআর ছুরিকাঘাতে মৃত দৈত্যের শরীর থেকে ঝরতে থাকা রক্ত ভাসিয়ে দিল চারপাশের সবকিছু এবং সকল দৈত্যএসময় একটি কাঠের বাক্সে  চেপে বেঁচে গেলেন বার্গেলমির এবং তার স্ত্রী ঘটনার পরবর্তী সময়ের সব দৈত্য   য়িমীরের নাতি বার্গেলমিরের বংশধর

তারা ঝাঁপিয়ে পরলেন ঘুমন্ত য়িমীরের উপর

যাই হোক সব দৈত্যের নাশের পর য়িমীরের মাংস থেকে তৈরি হল পৃথিবীর মাটিতার হাড় থেকে তৈরি হল পাহাড় পর্বততিন ভাই ছোট ছোট হাড় এবং দাঁতের টুকরো  গুঁড়ো করে তৈরি করেছিলেন পৃথিবীর সমস্ত নুড়ি কঙ্কর এবং বালি
আর য়িমীরের সেই রক্তস্রোত পরবর্তীতে সমুদ্রে পরিণত হয়যা চ্যাপ্টা আকৃতির পৃথিবীকে  চারদিক থেকে বেষ্টন করে রাখেয়িমীরের মাথার খুলি দিয়ে তৈরি হল আকাশআর তার মস্তিষ্ক পরিণত হল মেঘে মুসপেলের আগুনের ফুলকি যখন য়িমীরের খুলিতে ছড়িয়ে দেওয়া হল তখন তৈরি হল অগণিত গ্রহ, ধূমকেতু,উল্কা  তারা ইত্যাদিযেগুলো দেখে আজ আমরা মুগ্ধ হই

 

দেবতাদের জন্য তৈরি হল আসগার্দ নামের নতুন আবাসস্থল গভীরতম সাগরের প্রান্তদেশে ইয়োতুনহেইম নামক জায়গায় থাকার অনুমতি পেল টিকে থাকা দৈত্যরাও
দৈত্যদের থেকে সুরক্ষায় য়িমীরের চোখের পাপড়ি দিয়ে উঁচু প্রাচীর তৈরি করে পৃথিবীর ঠিক মাঝখানে বসালেনএই প্রাচীরের ভেতরের অংশের নাম দেওয়া হল মিডগার্ডমিডগার্ডে কোনো মানুষের ছাপ ছিল নাসমুদ্র পাহাড় পর্বত সব থাকার পর যেন শূন্যতা কাটছিল না

মানুষ সৃষ্টিঃ
একমাত্র মানুষের আগমনই পারে এই নির্জনতা কাটাতে তা খুব ভাল করেই বুঝতে পারছিলেন তিন ভাইতাই তারা চারদিকে মানুষ বানানোর উপযোগী বস্তু খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে অবশেষে সমুদ্রের কিনারায় দুইটি গাছের গুঁড়ি দেখতে পেলেন তারাএকটি ছিল অ্যাশ গাছের অ্যাশ গাছের কাঠ বেশ শক্তপোক্ত এবং এর কান্ড মাটির গভীরে প্রোথিত থাকতমজবুত কাঠের জন্যই এটি দিয়ে তৈরি হত বিভিন্ন যন্ত্রপাতির হাতলএই গাছের গুঁড়ি থেকেই তৈরি হল পুরুষ
আর দ্বিতীয় গুঁড়িটি ছিল এলম গাছেরএলম গাছ কিছুটা নমনীয় হলেও বেশ ভাল তক্তা তৈরি হত গাছ থেকেএটি দিয়ে তৈরি হল নারী

 

এই গাছের গুঁড়ি থেকেই তৈরি হল পুরুষ

দেবতাগণ গুঁড়ি দুটি তুলে মানুষের উচ্চতার সমান করে বালিতে পুঁতে দিলেনতারপর ভে তাদের হাত পা, নাক কান,চোখ, ঠোঁট বানিয়ে মানুষের আকৃতি দিলেনআর অ্যাশ গাছের গুঁড়িটিতে একটি পুরুষাঙ্গ এবং এলম গাছকে আকার  দিলেন নারীর বৈশিষ্ট্যেএরপর ওডিন তাদের  শক্ত করে ধরে তাদের উপর তার শ্বাস ছাড়লেনআর এতেই জীবন্ত হয়ে উঠল কাঠামোগুলোভিলি তাদের দিলেন ইচ্ছাশক্তি,বুদ্ধিমত্তা চালিকাশক্তি
এরপর উপকূলে দাঁড়িয়ে থাকা দুই নগ্ন মানুষকে তারা বস্ত্র গড়ে দিলেনআর পুরুষটির নাম রাখলেন অ্যাস্ক আর নারীটির নাম রাখলেন এম্বলামিডগার্ডে বসবাস করে বংশবৃদ্ধি করতে লাগলেন তারাসব মানুষের আদি মাতাপিতা হলেন এরা দুইজনআর ওডিন হলেন সর্বপিতা

নয়টি বিশ্ব এবং ইগড্রাসিলঃ
নর্ডিক পুরাণ মতে এই মহাবিশ্বে ৯টি পৃথিবী রয়েছে যাতে বাস করে ভিন্ন ভিন্ন প্রাণীর দলএগুলো হলঃ
. অ্যাসগার্ড যা হল ওডিনের জন্য
.আলফহেইম থাকে তারকার মতো উজ্জ্বল লাইট এলফরা
.নিডাভেলি বা সভারটাল্ফহেইম   থাকে হস্তশিল্পী এবং কামার বামনরা যাদের ডার্ক এল্ফ বলা হয়
.মানুষের আবাসস্থল বা মিডগার্ড
. বরফ দৈত্যদের জন্য রয়েছে জতুনহাইম
. ভ্যানিরিদের জন্য রয়েছে ভ্যানাহাইম
. নিফেলহাইম যেখানে শুধুই কুয়াশা আর অন্ধকারের রাজত্ব
. মুসপেল হল আগ্নেয়গিরির রাজ্য
. হেল  দুনিয়ায় সেসব যোদ্ধারা থাকে যারা বীরত্বের স্বাক্ষর না রেখেই মৃত্যবরণ করেছে

 

ইগাড্রাসিল হল এমন একটি অ্যাশ গাছ যা দেখতে সবচেয়ে বড় এবং সুন্দর গাছনয়টি দুনিয়াই স্পর্শ করে আছে গাছটিএর রয়েছে ৩টি শিকড় যেগুলো তিনটি আলাদা আলাদা দুনিয়ায় অবস্থিত তিনটি আলাদা কূপ থেকে পানি শুষে নেয়

প্রথম শিকড়টি সবচেয়ে বড় যা নিফেলহাইম পর্যন্ত বিস্তৃতযেখানে থাকা সদা বহমান ঝর্ণা ভেরগেলমির থেকে পানি শুষে নেয় শিকড়টি এর পাশেই বাস করে নিডহগ নামক একটি ড্রাগন যা বসে বসে  ইগড্রাসিলের শিকড় চাবায়
দ্বিতীয়টি বরফ দৈত্যদের আবাসস্থল জুতনহাইম পর্যন্ত বিস্তৃত এখানে থাকা মিমিরের কূপ থেকে পানি শুষে নেয়
আর তৃতীয় সর্বশেষ শিকড়টি চলে গেছে অ্যাসগার্ডে যেখানে থাকা উর্ডের কূপ থেকে পানি শুষে নেয় গাছটিএখানে থাকে তিন নর্নস বোনযাদের কাজ ছিল কূপটির রক্ষণাবেক্ষণ করা কেননা এই  কূপ হল অদৃষ্ট এবং ভবিতব্যের মালিকআর ইগড্রাসিলের শিকড় যাতে শুকিয়ে না যায় সেটি লক্ষ্য রাখাও ছিল তাদের দায়িত্ব
ইগড্রাসিলের সর্বোচ্চ ডালে বাস করে একটি সবজান্তা ঈগল যার দুই চোখের মাঝ দিয়ে উড়ে বেড়ায় একটি বাজপাখিইগড্রাসিলের ডালে ডালে বাস করে ্যাটাটোস্ক নামক কাঠবিড়ালিএদের কাজ শুধুমাত্র কূটনামি করানিহডগ এবং ঈগলটির মাঝে বানিয়ে বানিয়ে কথা লাগিয়েই সময় কাটায় তারাআর তাদের রাগ দেখে আনন্দিত হতে থাকেএছাড়াও ইগড্রাসিলে রয়েছে অনেক হরিণ সাপ

Exit mobile version