২০ টি মজার তথ্যঃ যা হয়তো চমকে দিবে আপনাকে

পৃথিবী একটি অদ্ভুত জায়গা। এই পৃথিবী রহস্যে ঘেরা কিংবা অচেনা আবার অনেক চেনা। এই আর্টিক্যালে থাকছে পৃথিবী নিয়ে ২০ টি মজার তথ্য, যে তথ্য জেনে হয়তো আপনি চমকে যেতেই পারেন।

  • মানুষই একমাত্র প্রাণী যে কিনা ঝাল খাবার প্রচন্ড উপভোগ করে খায়।
  • বয়স বাড়ার সাথে সাথে মানুষের মস্তিষ্ক সংকুচিত হয়। উল্লেখ্য, এক বছর বয়স বাড়লে মানুষের মস্তিষ্ক যতটুকু সংকুচিত হয়, টানা ৯০ মিনিট ঘামলে ওই একই পরিমাণ সংকোচন ঘটে মস্তিষ্কে।
  • অন্যান্য খাবারের তুলনায় পটেটো চিপসে বেশি ক্যালরি থাকে যা অন্যান্য খাবারের তুলনায় অধিক ওজন বাড়ানোর কারণ।
  • মানুষ পৃথিবীর সমুদ্রের মাত্র ৫% দেখেছে।
  • আপনি কখনোই নাক চেপে ধরে হাই তুলতে পারবেন না।
  • ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে বিরক্তিকর দিন ছিলো১৯৫৪ সালের এপ্রিল মাসের দ্বিতীয় রবিবার বা ১১ই এপ্রিল, ১৯৫৪ ইং।
  • কর্প্স ফুল পৃথিবীর সবচেয়ে বড় ফুল এবং সবচেয়ে বাজে গন্ধ যুক্ত ফুল। এটির গন্ধ অনেকটা মরা মাছের মত।
  • অস্ট্রেলিয়ায় অবস্থিত মাউন্ট অগাস্টাস পৃথিবীর সবচেয়ে বড় পাথর। এটি ১০০ মেইল দূর থেকেও দেখা সম্ভব এবং এর উচ্চতা ২.৩৫২ ফুট।
  • বড় কাঁটাচামচ আপনাকে কম খেতে সাহায্য করবে।
  • ব্রিটিশ এক গবেষণায় প্রমাণিত হয়েছে, আপনার সেল ফোন ব্যাকটেরিয়ায় পূর্ণ।
  • পোকা সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে বেশিদিন বেঁচে থাকে উইপোকা। এরা প্রায় ১০০ বছর বেঁচে থাকে।
  • খাবারের পর চুইংগাম খেলে অম্বলের সমস্যা হ্রাস পায়।
  • গবেষকেরা প্রমাণ করেছেন, কুকুর নির্দিষ্টভাবে ক্যান্সার সেলের গন্ধ পেতে সক্ষম।
  • বোমা সনাক্তকরণে শুধু কুকুরই নয়, মৌমাছিও তার জিহ্বা দিয়ে সনাক্ত করতে সক্ষম।
  • বয়ফ্রেন্ডরা হাজব্যান্ডদের চেয়ে ঘরের কাজ বেশি করে।
  • পৃথিবীতে কালো রঙের কোন ফুল নাই। আমরা কালো মনে করি যেসব ফুলকে তারা আসলে বেগুনী বা লালের ডার্ক শেড।
  • “Sweaterdresses” পৃথিবীর সবচেয়ে বড় শব্দ যা কিনা আপনি শুধু বা’ হাত দিয়েই টাইপ করে ফেলতে পারবেন।
  • মধ্যাহ্নের ঘুম আপনাকে আরো সৃজনশীল করে তোলে। এছাড়া মধ্যাহ্নের ঘুমে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায়।
  • পৃথিবীর অভ্যন্তরীণ তাপমাত্রা সুর্যের তাপমাত্রার সমান।
  • এক থেকে তিন মাস বয়সের শিশুরা কান্না করলে তাদের চোখ থেকে পানি ঝরে না।