আমি বড্ড বোকা ছেলে বলে,
পুষিলে তুমি মোরে একি অবহেলে।
বুঝিলে না তুমি নাকি বুঝিলে,
আমার দামী ভালবাসা তুমি বেদামে হারালে!
বোকা ছেলেদের ভালোবাসা টা না বড্ড অদ্ভুত হয়,
না বোঝার ভান করেও এরা সব বুঝে যায়।
আমার বোকামির সুযোগ নিয়েই হয়তো আমায় কাদালে
আমি তোমাকে নই বরং তুমি ই আমায় হারালে।
আমার ভালোবাসায় ছিলো সবটাই সরলতা,
নিজেকে করেছো গোপন তুমি দিয়ে স্তব্ধ নিরবতা।
জানো একদিন ভাংবে নিরবতা, কাঁদবে আড়ালে
আমার দামী ভালোবাসা তুমি বেদামে হারালে।
হয়তো কাঁদব আমিও অথবা কাঁদবনা,
আমি তো বেসেছি ভালো আমি হারবোনা।
করে অভিনয় মিথ্যা বরং তুমিই হেরে গেলে
বোকা ছেলেটার দামী ভালোবাসা বেদামে হারালে।
আচ্ছা আমিতো হারিয়ে গেলাম তুমিই বা কি পেলে,
করে খেলা মনটা নিয়ে কেনোই বা ভেঙে দিলে।
শুধু আমার নাকি তোমার চোখ ও ভেজে কান্নার জলে,
আমি তোমাকে নই বরং তুমি ই আমায় হারালে।