- স্বপ্নের মতো সুন্দর শহর ছিল এই মাচুপিচু
- ইনকাদের হারিয়ের যাওয়া এই শহরটি পেরুর উরুবাম্বা উপত্যকার একটি পর্বতচূড়া জুড়ে বিস্তৃত
- এই শহরটি মূলত ১৫ শ শতকের দিকে নির্মিত হয়। কিন্তু নির্মাণের মাত্র একশো বছরের মধ্যেই স্পেনের সাথে এক যুদ্ধে শহরটি পরিত্যাক্ত হয়ে পড়ে।
- এরপর দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে বলা চলে প্রায় অজ্ঞাত হয়েই পড়েছিল শহরটি।
- ১৯১১ সালের দিকে হাইরাম বিঙাম নামের এক মার্কিন ঐতিহাসিক এই শহরকে নিয়ে বেশকিছু লেখালেখি করেন
- হাইরাম বিঙামের বদৌলতে এটি খুব দ্রুতই একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র হয়ে উঠে।
- ইনকা বাস্তুকলার এক অনুপম নিদর্শণ এই মাচু পিচু শহরটি।
- ইন্তিউয়াতানা , সূর্য মন্দির ও তিন জানালা ঘর মূলত এই শহর ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে প্রধান আকর্ষণীয় বস্তু।
- New 7 Wonders Foundation এর তালিকা অনুযায়ী পেরু মাচুপিচু শহরটি প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের একটি।
- প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই শহরটি পরিদর্শন করতে যান। ২০০৩ সালের হিসেব অনুযায়ী এখানে আগত পর্যটকের সংখ্যা ইতোমধ্যেই প্রায় ৪০০,০০০ ছাড়িয়ে গেছে।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...