Site icon খিচুড়ি

বিভিন্ন দেশের ১০ টি অদ্ভুত আইন

৩৫০ খ্রীষ্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক অ্যারিষ্টটল লিখেছিলেন , ” আইনের শাসন যেকোন ব্যক্তি শাসনের চেয়ে ভাল”। নাগরিক বাধ্যতা, রাজনীতি, অর্থনীতি এবং সমাজের ভিত্তি নির্মাণ করতে ও প্রতিষ্ঠানের মধ্যমে কার্জকরী করতেই আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু কিছু আইন সৃষ্টি হয়েছে যা খুব পরিমাণ অদ্ভুত। এমন ১০টি অদ্ভুত আইন নিয়েই আজকের এই আর্টিক্যাল।

 

Exit mobile version