- মহাকাশের আবর্জনা
- বরফ কেন পানিতে ভাসে
- শূন্য জায়গায় কি থাকে ?
- উড়ে যাওয়া মেঘের গল্প
- বাতাস কি করে বয়ে যায়
- বীজ থেকে চারা
- ভাসমান ডিম ডুবে যাওয়া ডিম
- ক্রিস্টাল কিভাবে জমাট বাঁধে ?
- এস্কিমোদের কথা
- গুহামানবের খাবার
- খাদ্যচক্র
- নিউটনের আপেল রহস্য
- বদলে যাবার গল্প
- খাবারে বিষ
- আর্কিমিডিস রহস্য
- আবহাওয়ার খোঁজ খবর
- ফাঙ্গাসের কথা
- আলো ভুবন ভরা
- উলের কাপড় পড়লে গরম লাগে কেন ?
- সবুজ পাতা অক্সিজেন বানায়
- বিজ্ঞানী হতে চাইলে…
- ঘ্রান রহস্য
- রঙ রহস্য
- নীল সাগরের অজানা দানব
- পাতা ঝরার দিন
- বৃষ্টি মাপার যন্ত্র
- কমলালেবু কি পানিতে ভাসে ?
- পৃথিবীর জন্য ভালবাসা
শীতের সকালে এই পরীক্ষাটা করলাম।
রোজ কমলা আনে বাসায়। বাইরে হলুদ রঙের রোদ। বারান্দায় বসে শীতের সকাল দেখি। তখন মনে হল, কমলা কি পানিতে ভাসবে না ডুবে যাবে ?
তোমার কি মনে হয় ?
আচ্ছা কাউকে জিজ্ঞেস না করে বরং আমরাই পরীক্ষা করে দেখি।
মাত্র তিনটে জিনিস লাগবে আমাদের।
১। আস্ত একটা কমলালেবু।
২। একটা পাত্র। হতে পারে কাঁচের বাউল, মগ বা বালতি। যা খুশি।
৩। পানি।
পাত্র পানিতে ভর্তি কর। এবার আস্তে করে কমলাটা পানিতে ছেড়ে দাও।
সময় নিয়ে দেখ কি হচ্ছে।
এবার কমলার খোসা খুলে নাও। সব খোসা খুলে আবার পানিতে ছেড়ে দাও।
এই দুই বারের ঘটনায় কোন পার্থক্য দেখতে পেলে ?
প্রথমবার যখন কমলার গায়ে খোসা ছিল তখন কমলা ভাসছিল।
যখন খোসা খুলে নিলে তখন দেখা গেল কমলা ডুবে গেছে। বা ডুবু ডুবু অবস্থা।
কিন্তু কেন ?
কমলার খোসার মধ্যে প্রচুর বাতাস ভর্তি ছোট ছোট জায়গা আছে।এয়ার পকেট বলে।
এই রকম বাতাস ভর্তি পিচ্চি কোষগুলোকে। সেই জন্যই সেই জন্যই খোসাসহ কমলাটা
ভেসে ছিল। আর খোসা খুলে নিতেই সব বাতাস চলে গেল। কে ভাসিয়ে রাখবে এখন
কমলাটাকে ? কেউ না। তাই তখন বেচারা ডুব দিচ্ছিল।
এই প্রসঙ্গে একটা জিনিস মনে রাখবে জিনিসের ঘনত্বের কারনে ভাসে বা ডুবে।
ঘনত্ব কম হলে পানিতে ভেসে থাকবে। বেশি হলেই ডুবে যাবে।
অনেক সময় দেখবে জাহাজে বা নৌকায় বেশি মানুষ উঠলে সেটা ডুবে যায়।
বাসায় নিজেই পরীক্ষা করে দেখ কোন কোন ফল বা কাঠের টুকরো পানিতে সহজে ভাসে।
মতামত জানান