- ইতিহাস,গল্প আর চলচ্চিত্রে বহুল আলোচিত এক প্রাচীন নগরীর নাম- ট্রয়।
- ট্রয় নগরীর নাম আসলেই তাঁর সাথে যুদ্ধ কথাটি চলে আসে।
- গ্রিক উপকথাগুলোর অন্যতম আলোচ্য ঘটনা হচ্ছে এই ট্রয় যুদ্ধ।
- যুদ্ধটা শুরু হয়েছিলো ট্রয় নগরীর রাজা প্রিয়াম এবং রাণী হেকবা-এর পুত্র প্যারিসের হাত ধরে
- গ্রিসের স্পার্টা রাজ্যে এক সভায় অংশগ্রহণ করতে গিয়ে রাজা মেনেলাস-এর স্ত্রী হেলেনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাঁর।
- এরই ধারাবাহিকতায় স্পার্টা থেকে রাতের অন্ধকারে হেলেনকে নিয়ে ট্রয়ে পালিয়ে আসেন প্যারিস।
- নিজ স্ত্রী অন্য পুরুষের হাত ধরে পালিয়ে যাওয়ায় প্রচন্ড ক্রোধ্য হয়ে উঠেন রাজা মেনেলাস।
- ফলশ্রুতিতে তিনি ট্রয় নগরী আক্রমণ করে বসেন।
- প্রচন্ড যুদ্ধের এক পর্যায়ে পতন ঘটে ট্রয়ের। দেখতে দেখতে একটি সুন্দর শহর পরিণত হয় একটা ধ্বংসস্তুপে।
- মহাকবি হোমার তার বিখ্যাত দুই মহাকাব্য ইলিয়াড এবং ওডিসিতে অমর করে রেখেছেন বিখ্যাত এই ট্রয়যুদ্ধ আর তাঁর মূল কারণ প্যারিস এবং হেলেনের প্রেমগাথাকে।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...