মাঝরাতে পুকুর পাড়ে বসে, পুকুর জলে আমি তার ছবি আঁকি।
তবু সে বলে আমার নাকি চিত্রশিল্পী হতে এখনো অনেক বাকি।
আমার এই জলের পরে মনের আঁকা ছবির মুল্য নাই।
তাইতো তাদের ধনী মনের লোভী কোনে তার হয়েছে ঠাঁই।
আমি তার ডাঙর চোখের ভীষণ ঘোরে ডুব দিয়েছি ভাই,
চোখ রাঙানী দেয় কেনো সে আমায় অযথাই??
যাক চলে ইচ্ছা দূরে আমার তাতে কি?
আমিতো আর তার সাথে প্রেম করিনি।
একটু না হয় বেসেছি ভালো,
জানি যে সে, বড্ড কালো।
নাই বা ছড়াক হৃদয় আলো,
ভালোবাসা ব্যর্থ হলো।
মুখ রেখে সে চোখে হাসে,
আমায় ও কি ভালোবাসে!
বাসলে বাসুক, না হয় ভাসুক, আমার তাতে কি?
আমিতো আর তার সাথে প্রেম করিনি।
মাঝরাতে চোখের পাতায়, মনের খাতায় আমি তাকে নিয়ে কবিতা লিখি,
তবু সে বলে আমার নাকি কাব্যিক হতে এখনো অনেক বাকি।
আমার এই চোখের পাতার মনের খাতার লেখার মূল্য নাই,
তাইতো তাদের বড় গ্রন্থের ছোট গল্পে তার হয়েছে ঠাঁই।
সব কাব্যে লেখা থাকে মোর শুধু তার কথাই,
হাত চেপে ধরে রাখে কেনো সে আমায় অযথাই?