বাংলাদেশে ইতিহাসের প্রথম ব্যান্ড

বাংলাদেশে ইতিহাসের প্রথম ব্যান্ড। ঢাকায় রক মিউজিক বা ব্যান্ড কালচারের যাত্রা শুরু হয় সেন্ট গ্রেগরী স্কুল থেকে। নবম শ্রেণীতে পড়ুয়া কিছু ছেলে শুরু করে বাংলা সঙ্গীতের প্রথম ব্যান্ড। ১৯৬৩ সালে ফজলে রব, আলমগীর, রফিক, রাফি ও সাব্বির মিলে ব্যান্ড দল গঠন করেন। তাদের হাতেই জন্ম নেয় বাংলাদেশের প্রথম ব্যান্ড “আইওলাইটস”। ‘আইওলাইটস’কে অনেকে ‘উইন্ডি সাইড অব কেয়ার’ নামেও চিনতো। হোটেল শাহবাগ ও ঢাকা ক্লাবে নিয়মিত পারফর্ম করে ব্যান্ড দলটি। ১৯৬৫ সালে প্রথম ব্যান্ড হিসেবে টিভিতেও পারফর্ম করে ব্যান্ডটি।

ভিডিও-তে ব্যবহৃত মিউজিকটি ব্যান্ড “আইওলাইটস”(উইন্ডি সাইড অব কেয়ার) থেকে নেয়া।