Site icon খিচুড়ি

দেয়ালের গল্প

এই শহরের পথে ভাঙা দেয়ালের গায়ে
যত গল্প আছে জমে
তারা ঘুমিয়ে আছে মৃত ধূলোর মাঝে
পড়ি তাদের গল্প থেমে।

তারা বোবা হয়ে রয় তবু কথা কয়
পোস্টারে ঢাকা চোখে
শত পথিকেরে কত কথা বলে
শুনতে পায় কি লোকে?

এই ভাঙা দেয়ালের প্রতি ইট পাথরে
গাঁথা কত বেদনার সুর
আর হাসি গান জুড়ে তার প্রাণ
কত স্মৃতি সুমধুর।

Exit mobile version