- আধুনিক নাপোলি শহরের কাছে বহুকাল আগে পম্পেই নামে এক প্রাচীন শহর ছিল।
- ধারনা করা হয় প্রাচীন এই শহরটির গোড়াপত্তন হয় খৃীষ্টপূর্ব ৬-৭ শতাব্দী’র দিকে তৎকালীন মধ্য ইতালীর রাজা ওসকানের হাত ধরে।
- শহরটি একপাশ ঘিড়ে ছিল প্রাচীন হারকুলেনিয়াম শহর আর অপর পাশে ষ্ট্যাবি।
- শহরটি ধীরে ধীরে প্রাচীন কালের আধুনিক সভ্যতার সকল ধরনের চিত্তরঞ্জনের জন্য প্রানবন্ত একটি শহরে পরিনত হয়ে উঠে
- আর তাই বেশ আনন্দ আর হৈ হুল্লোরেই দিন কাটছিল এই শহরের বাসিন্দাদের। কিন্তু একদিন…
- হঠাৎ শহরের অধিবসীদের উপর প্রকৃতির নির্মম দুর্যোগ নেমে আসে।
- শহরের পাশেই অবস্থিত ভিসুভিয়াস পর্বতের আগ্নেয়গিরির দুই দিনব্যাপী সর্বনাশা অগ্নুৎপাত পম্পেই নগরীকে ৬০ ফুট উঁচু ছাই এবং ঝামাপাথরের নিচে পাঠিয়ে দেয়।
- ফলে পম্পেই শহরসহ শহরের ২০ হাজার অধিবাসী দিনে দুপুরে মাত্র অল্প কয়েক ঘন্টার মধ্যে প্রায় ২০ ফুট আগ্নিয় লাভা আর ছাইভষ্মের নিচে বিলিন হয়ে যায়।
- এরপর ধীরে ধীরে এক সময় পুরো শহরটিই বিলীন হয়ে যায় মানুষের মন থেকে।
- ষোড়শ শতাব্দীর শেষভাগে একটি খাল খননের সময়ে আর্কিটেক্ট দোমেনিকো ফনতানা পুনরায় এই শহরটী খুঁজে বের করেন এবং ধীরে ধীরে মানুষ আবার এই অভিশপ্ত শহর ও অসহায় শহরবাসীদের কথা জানতে পারে।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...